বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

আমাদেরই সন্তান, সবার দায়িত্ব পাশে দাঁড়ানো: অপু বিশ্বাস

উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে আহাজারি আর আর্তনাদ। দুর্ঘটনাস্থলের হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

 

এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।’

এই মর্মান্তিক ঘটনায় রক্তদানে উৎসাহ দিয়ে তিনি বলেন, ‘এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। হয়তো কোথাও রক্তের প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান কারও প্রাণ বাঁচাতে পারে।’

পোস্টে অপু বিশ্বাস রক্তদানের জন্য উপযোগী কয়েকটি হাসপাতালের নামও উল্লেখ করেন। সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ জানান, ‘দয়া করে কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না বরং উদ্ধার কাজে সহযোগিতা করুন।’

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যে সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।


News Writer

SB

সর্বাধিক পঠিত