‘কোনও এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট’— এমন কথায় ‘সুইসাইড নোট’ সাজালেন তরুণ কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।
সাকিবের নতুন এই গানটি মুক্তি পেয়েছে ১৭ জুলাই পি টিউন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে মাহতিম বলেন, ‘সুইসাইড নোট শব্দটা শুনলেই অনেক গভীর, ভারী কিছু মনে হয়। মানুষ কেন এমন একটা সিদ্ধান্ত নেয়, তা সবাই বুঝতে পারে না। এই গানটা এমন এক গল্প বলবে, যা শ্রোতাদের ভাবাবে।’
ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন রোহান রাজ। গানের ভিডিও নির্মাণ করেছেন মনিরুল ইসলাম।