বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

লাহোরের ভুল মিরপুরে নয়

বিপিএল থেকে শুরু করে মে মাসে পাকিস্তান সফর। ফাহিম-সালমানদের সঙ্গে চেনাজানা অনেকটাই বেড়েছে লিটনদের। একে অন্যের শক্তি-দুর্বলতা সম্পর্কেও গভীর ধারণা মিলেছে। তাই লাহোরে সিরিজ জেতা পাকিস্তান দল আর রহস্যের কিছু না বাংলাদেশের কাছে। তার ওপর মাত্রই লঙ্কা জয় করে এসেছে বাংলাদেশ দল। অধিনায়ক লিটন তাই বলতেই পারেন, লাহোরের ভুল হবে না মিরপুরে।

‘পাকিস্তানে যখন খেলতে যাই, চিন্তা ছিল জেতার জন্য খেলব। দুর্ভাগ্যবশত জিততে পারিনি। কিছু ভুল করেছি, তাই ফল আনতে পারিনি। তবে শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ হারার পর ভালোভাবে ফিরতে পেরেছি। অবশ্যই আমাদের প্রেত্যেক খেলোয়াড়ের ভেতরে আত্মবিশ্বাস জন্মেছে। তবে এখন ভিন্ন কন্ডিশন, ভিন্ন দল। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতেই হবে।’

লাহোরের ব্যাটিং সহায়ক পিচেও তিনটি টি২০ ম্যাচে ১৬৪, ১৪৪ আর ১৯৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। যেখানে সব ক’টি ম্যাচেই পাকিস্তান জিতে নিয়েছিল খুব সহজভাবে। তারা দুটি ম্যাচে ২শর ওপর রান তুলেছিল। সেই সিরিজে ব্যাটারদের মতো প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশি বোলাররাও। প্রথমবারের মতো দেখা পাকিস্তানের শাহেবজাদা ফারহান এক ম্যাচে ১৮৪ স্ট্রাইকরেটে ঝড় তুলেছিলেন।  তবে এখন তারা তাসকিনদের সামনে নতুন কেউ নন।

বিপিএল খেলে যাওয়া ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ হারিসদের সঙ্গে লিটনদের ওঠাবসা বহুদিন ধরে। ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে নিজেদের মধ্যে জানাশোনাও ভালো। ফাহিমরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ সম্পর্কে জানা থাকলেও তাদের থামানোর কৌশল জানা লিটনদের। 

গতকাল সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস জানান, বৈশ্বিক ক্রিকেটারদের সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ। পাকিস্তানি ক্রিকেটারদের সম্পর্কে একটু বেশিই জানা সম্ভব হয়েছে বিপিএলের কারণে। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, এই অভিজ্ঞতা দ্বিপক্ষীয় সিরিজেও কাজে দেবে। ‘ক্রিকেটের মজাই এটা, বিশ্বের সব ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ থাকে, বন্ধুত্ব করার সুযোগ থাকে। আপনি যদি শুধু জাতীয় দলে আটকে থাকেন, তাহলে কিন্তু বাইরের ক্রিকেটার সম্পর্কেও জানবেন না, ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারবেন না। আমার মনে হয়, এটা দুদিক থেকেই কাজে দেবে। তারাও যেমন আমাদের শক্তি-দুর্বলতার জায়গা জানবে, আমরাও তাদের সঙ্গে খেলে, তাদের শক্তি-দুর্বলতা জানি।’

লিটন মিরপুরে খেলতে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই ভেন্যুতে ব্যাটিং অনুশীলন করতেও  আপত্তি ছিল তাঁর। অধিনায়ক হওয়ার পর সেই মানসিকতা থেকে একটু হলেও বের হয়ে এসেছেন উইকেটরক্ষক এ ব্যাটার। ভালো দিক হলো, লিটন নিজে ছন্দে আছেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কায়। ওপেনার তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ভালো করেছেন।

তবে এই সিরিজে কোনো এক বিভাগে ভালো খেলে ম্যাচ জেতা সম্ভব হবে না। কারণ, পাকিস্তানের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। পেস এবং স্পিন বিভাগে বৈচিত্র্য আছে সফরকারী দলে। স্বাগতিক শিবিরেও বোলিং বৈচিত্র্য  কম নেই। লেগ স্পিনার রিশাদ ছন্দে আছেন। দুজন বাঁহাতি পেসার থাকা দলের জন্য সুবিধা। মুস্তাফিজুর রহমান রান চেক দিতে পারেন। মিরপুর তাঁর প্রিয় ভেন্যু। অনুকূল কন্ডিশন পেলে জ্বলে উঠতে পারেন আপন শক্তিতে। শরিফুল ইসলাম লঙ্কায় টানা দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও প্রেমাদাসায় ছিলেন খরুচে। সে ক্ষেত্রে আজকের ম্যাচে তাসকিনকে দেখা যেতে পারে। যদিও লিটন সংবাদ সম্মেলনে বলে গেছেন, আজ বিকেলে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।


News Writer

SB

সর্বাধিক পঠিত