বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

পাকিস্তানের বিপক্ষে কেমন হতে পারে একাদশ?

দুদলই জিতে এসেছে সবশেষ সিরিজ। পাকিস্তান হারিয়েছে বাংলাদেশকে, লিটন দাসের দল গড়েছে শ্রীলংকার বিপক্ষে ইতিহাস। আজ দুদলের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষের মাঠে এতটুকু ছাড় দিতে চায় না সফরকারী সালমান আলী আগার দল। মিরপুরে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে টাইগাররাও।

 

কুড়ি কুড়ির তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ। সন্ধ্যা ৬টায় মিরপুরে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই। এমন চ্যালেঞ্জে সেরা একাদশ নিয়েই নামবে বাংলাদেশ। শেরই বাংলার উইকেট সাধারণত স্পিনবান্ধব হয়। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষেও স্লো উইকেট হবে। শ্রীলংকা সফরেও বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে স্পিন সহায়ক উইকেটে।

এই ফরম্যাটে ২২বার মুখোমুখি হয়ে তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের জয় ১৯টিতে। বাংলাদেশের জয়ের তিনটির দুটিই মিরপুরে। ব্যাটিং সব সময় ভাবায় বাংলাদেশকে। শ্রীলংকা সফরে সেই ব্যাটিংয়ে ধারাবাহিক ছিলেন লিটন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন ও তাওহিদ হৃদয়। ব্যাটিং অর্ডারে আক্রমণাত্মক পারভেজ হোসেন রয়েছেন।

মিডল অর্ডারে জাকের আলীর সঙ্গ অলরাউন্ডার মেহেদী হাসান ও রিশাদ হোসেন। উইকেট ও কন্ডিশনের কথা চিন্তা করে বাংলাদেশ শ্রীলংকায় খেলা সবশেষ একাদশে নিয়ে মাঠে নামতে পারে। স্পিন আক্রমণে রিশাদের জায়গায় নাসুম আহমেদ খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। 

মিরপুরে অভিজ্ঞ মোস্তাফিজ সব সময় দুর্দান্ত। তাসকিন আহমেদও থাকতে পারেন প্রথম ম্যাচের একাদশে। তানজিম হাসান সাকিব অথবা মোহাম্মদ সাইফউদ্দিনকেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে ব্যাটিংয়ে একজন কম নিয়ে নামতে হবে বাংলাদেশকে। অভিন্ন থাকতে পারে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতে আসা দলটিও।


News Writer

SB

সর্বাধিক পঠিত