বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

মেসি-ইয়ামালদের ফিনালিসিমা কবে, যা জানা গেল

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নের দ্বৈরথ ফিনালিসিমার দিনক্ষণ নিয়ে জল্পনা-কল্পনা ছিল ফুটবলপ্রেমীদের। অবশেষে ফিনালিসিমার সময়সূচি ঠিক হয়েছে। ২০২৬ সালের মার্চের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। ম্যাচে মুখোমুখি হবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন।

 

তবে এই শোপিস ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। শুরুতে ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা থাকলেও এখন কাতার ও সৌদি আরবও আগ্রহ প্রকাশ করেছে। ফলে ম্যাচটি এশিয়াতেই হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে কোনো একদিন ম্যাচটি আয়োজনের বিষয়ে একমত হয়েছেন। গত মে মাসে ফিফার কংগ্রেসে ফিনালিসিমা নিয়ে আলোচনা দুই দেশের ফুটবল কর্তার।

তবে প্রাথমিকভাবে ফিনালিসিমার তারিখ ঠিক হলেও কিছুটা শঙ্কাও আছে। কারণ স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে এবং তাদের প্লে-অফ খেলতে হয়, তাহলে সেই সময়েই দলটির ম্যাচ থাকায় ফিনালিসিমা বাতিল হয়ে যেতে পারে।

২০২২ সালে অনুষ্ঠিত সবশেষ ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জয় করে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে সে বছর বিশ্বকাপও জয় করে লা আলবিসেলেস্তেরা।

এবারের ফিনালিসিমায় চোখ থাকবে দুই প্রজন্মের দুই তারকার দিকে—মেসি বনাম ইয়ামাল। এই ম্যাচ দিয়েই প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে দেখা হতে পারে তাদের।


News Writer

SB

সর্বাধিক পঠিত