বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

হুমায়ূন আহমেদ স্যার আমাকে নায়িকা বানিয়ে দিলেন: মিম

বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি। সৃষ্টিশীলতা দিয়ে আজও তিনি রয়েছেন সবার মণিকোঠায়। এই গুণীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া। নিজেকে ভাগ্যবান মনে করি এই জন্য যে, স্যারের সঙ্গে কাজ করতে পেরেছিলাম। তাও আবার প্রথম চলচ্চিত্র। একজন নির্মাতা হিসেবে স্যারকে যতটুকু দেখেছি তাতে মুগ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। তাঁকে সব সময় আমার কাছে গল্পের মানুষ মনে হতো। গল্পে যেমন চরিত্র পড়ি, তেমনই একটা চরিত্র ছিলেন তিনি আমার কাছে।’

 

মিম আরও বলেন, ‘মনে পড়ে, এই তো সেদিন হুমায়ূন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। আমি ভয়ে ভয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর নির্দেশনা শুনছিলাম। প্রথম সিনেমা, প্রথম এত বড় মানুষের সঙ্গে কাজ করা। ভাবুন অবস্থা তখন কেমন হতে পারে! ‘আমার আছে জল’ সিনেমা মুক্তি পায় ২০০৮ সালে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমার। স্যার আমাকে চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন। সেই তো শুরু।’

মিমের ভাষ্য, ‘আজ স্যারের মৃত্যুবার্ষিকী। অথচ কখনও মনে হয় না, স্যার পৃথিবীতে নেই।  আমাদের চারপাশে স্যারের কাজ এতটাই আবিষ্ট করে রেখেছে যে সব সময় সময় তিনি আমাদের মাঝেই আছেন। আমাদের সঙ্গেই আছেন। ভালোবাসায়, অনুভবে কাজে স্যার আমার মাঝে থাকলেও এটা তো চিরন্তন সত্য স্যার আজ প্রয়াত। আজকের দিনে স্যারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। যেখানেই থাকুন ভালো থাকুন।’

২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেছিলেন মিম। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।


News Writer

SB

সর্বাধিক পঠিত