বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

কনসার্টে আলিঙ্গন করা সেই সিইওকে পাঠানো হল ছুটিতে

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মার্কিন প্রযুক্তি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে কোম্পানিটি সামাজিক মাধ্যম এক্স-এ নিশ্চিত করে তাকে ছুটিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। খবর: বিবিসি।

বুধবার রাতে ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে একটি কনসার্ট চলাকালে ক্যামেরা যখন দর্শক সারিতে ঘুরিয়ে দেওয়া হয় তখন দুজন ব্যক্তিকে একে অপরের সাথে জড়িয়ে থাকতে দেখা যায়। যখন তাদের মুখ হাজার হাজার সামনে ভেসে ওঠে, তখন তারা দুজনেই ক্যামেরা থেকে লুকিয়ে পড়েন। তারা দুজনেই মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার এর কর্মকর্তা।

বিষয়টি আরও নাড়িয়ে দেন কোল্ডপ্লে-এর প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি তাদের দেখে বলেন, তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক আছে, নয়তো তারা দুজনেই খুব লাজুক।

কনসার্টের ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর কোম্পানির প্রধানের মন্তব্যের পর তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই কোম্পানিটির পক্ষ থেকে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন অভিযুক্ত ছুটিতে থাকবেন বলেন জানায় কোম্পনিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এছাড়া সামাজিক বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হয়, মিমে পরিণত করা হয় এবং টেলিভিশন প্রোগ্রামগুলোতে তা নিয়ে মজা করা হয়।

বিষয়টি নিয়ে অ্যান্ডি বায়রন কোনো মন্তব্য করেননি। তবে বৃহস্পতিবার তার ভুয়া একটি বক্তব্য ভাইরাল হয়।

এ ঘটনা কর্পোরেট জগতে ব্যক্তিগত আচরণ এবং পেশাদারির সীমারেখা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।


News Writer

SB

সর্বাধিক পঠিত