বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

চিকিৎসক হিসেবে জানতাম তাঁর অসুস্থতা কতটা জটিল: ডা. এজাজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, নাটক ও চলচ্চিত্র নির্মাতা। সাহিত্যের পাশাপাশি টিভি ও সিনেমা অঙ্গনেও তিনি রেখে গেছেন অমরত্বের ছাপ। তার হাত ধরেই তারকাখ্যাতি পেয়েছেন অনেক গুণী অভিনয়শিল্পী। যাদের মধ্যে অন্যতম ডা. এজাজুল ইসলাম।

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এজাজুল ইসলাম।

 

তিনি বলেন, “আমি যখন হুমায়ূন আহমেদ স্যারের কাছে প্রথম গেলাম, তখনও জানতাম না– তিনি একদিন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন। হুমায়ূন আহমেদ নামটির সঙ্গে জড়িয়ে আছে স্নেহ, মেধা আর এক অসাধারণ ব্যক্তিত্বের গল্প। একদিন সন্ধ্যায় ধানমন্ডির তাঁর বাড়িতে আমরা কথা বলছিলাম। হঠাৎ তিনি বললেন, ডা. এজাজ আপনি জানেন, ‘ক্যান্সার আমাকে শেষ করে দেবে না। আমি ক্যান্সারকে গল্পে হারিয়ে দেব।’ তাঁর এই সাহসিকতা, অনন্য আত্মবিশ্বাস আজও আমার কানে বাজে।”

এজাজুল ইসলাম বলেন, “চিকিৎসক হিসেবে আমি জানতাম তাঁর অসুস্থতা কতটা জটিল। কিন্তু তিনি ছিলেন একজন যোদ্ধা– কলমযোদ্ধা। চিকিৎসার প্রয়োজনে যখন তাঁকে বিদেশে যেতে হলো, সে সময় আমি তাঁর চোখে দেখেছি ভয় নয়, দেখেছি ভবিষ্যতের গল্প। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে বলতেন, ‘এখান থেকেও একটা উপন্যাস লেখা যায়, কী বলেন এজাজ।”

এই অভিনেতা বলেন, “তাঁর (হুমায়ূন আহমেদ) অসুস্থতা সৃজনশীলতাকে ছাপিয়ে যেত। স্যার একজন লেখকই ছিলেন না। তিনি ছিলেন এক শক্তি, যিনি আশপাশের মানুষকে আলোকিত করতেন। অন্যের মুখে হাসি ফোটাতে পারতেন– এই গুণ সবার থাকে না। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর স্মৃতি লেখা আর আমার সঙ্গে কাটানো অনন্য মুহূর্তগুলো আজও আমার হৃদয়ে গাঁথা। হুমায়ূন আহমেদ ছিলেন এবং থাকবেন আমাদের অনুভবের গভীরতায়।


News Writer

SB

সর্বাধিক পঠিত