বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

শুটিংয়ে আহত শাহরুখ, আঘাত কতটা গুরুতর

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অভিনেতা। আঘাত কতটা গুরুতর, তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। তবে শোনা যাচ্ছে, পেশিতেই আঘাত পেয়েছেন তিনি। শাহরুখকে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনও। কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে, সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় বেকায়দায় চোট পেয়েছেন। কিন্তু আঘাত যাতে আরও গুরুতর হয়ে না ওঠে, সে কারণে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা হবে সেখানেই। 

 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, আঘাত এতটাই গুরুতর যে আগামী দুই মাস শুটিং করতে পারবেন না শাহরুখ। এর আগেও স্টান্ট করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ। তবে এবারের আঘাত একটু জটিল। আগামী এক-দুই মাস শাহরুখকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে এখনই তাঁর শুটিংয়ে ফেরা হচ্ছে না। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। এই হিসাবে আগামী সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ে আবারও ‘কিং’ সিনেমার শুটিং শুরু হতে পারে।

সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। মেয়ে সুহানা খান আছেন শিষ্যের ভূমিকায়। সিনেমাটি ভারত ও এর বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর দৃশ্যধারণ হবে ইউরোপে। ‘কিং’ প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট ও রেড চিলিজ।

ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। এই সিনেমায় শাহরুখ, সুহানা ছাড়া আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি প্রমুখ।

চলতি বছরের মে মাস থেকেই স্পাই থ্রিলার ঘরানার ছবি ‘কিং’-এর শুটিং শুরু হয়েছে। ‘কিং’ শেষ করার পর শাহরুখ খান ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ বহুল প্রতীক্ষিত ‘পাঠান-২’ অভিনয়ের জন্য প্রস্তুতি নেবেন বলে জানা গেছে। 


News Writer

SB

সর্বাধিক পঠিত