শনিবার, 30 আগস্ট 2025
MENU
daily-fulki

সাভারে শাহ্ সিমেন্টের ড্রাইভার হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাভারের শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান ড্রাইভার শামীম হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ।শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় কর্মসূচি পালন করেন সংগঠনটির ৬৪ জেলার নেতৃবৃন্দ ও সহকর্মী শ্রমিকরা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ড্রাইভার শামীমের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় জড়িত সকল আসামীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

এসময় তারা আরও বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় একজন শ্রমিকের প্রাণ যাওয়ার ঘটনায় শ্রমজীবী মানুষ আতঙ্কিত। নিহত শামীমের পরিবারকে প্রয়োজনে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে।

এদিকে, মানববন্ধন কর্মসূচির পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন মোটর শ্রমিকরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্টের কাভার্ড ভ্যান ড্রাইভার শামীম হোসেন (৩০) নিহত হন। নিহত শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।

মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানে করে ঢাকা ও আশপাশের এলাকায় নিয়মিত সিমেন্ট সরবরাহ করতেন তিনি।

ঘটনার দিন সকালে শামীমকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত