শনিবার, 30 আগস্ট 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার লাল চাঁন ওরফে বাদশা (৩০) জামালপুর সদর উপজেলার তুলশিপুর গ্রামের মৃত আরিফ মিয়া ওরফে হায়দারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি চোর চক্র অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত লাল চাঁন দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে আশুলিয়া, ঘাটাইল ও জামালপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। 

 

সর্বাধিক পঠিত