আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কুরগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান (২৫), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়া এলাকার মৃত আব্বাস খানের ছেলে রুবেল খান (২৬), গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফপুর পশ্চিমপাড়া মোহাম্মাদিয়া নগর এলাকার শুকুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ হোসেন (২০)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় একটি ছিনতাই চক্র অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।