আশুলিয়ায় সড়কের মাঝে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে এক নারী নিহত হয়েছে। এ সময় এক শিশুসহ দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার পিয়াংকা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারী নাম মায়া (৩৩), তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সোহেনপুর এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী।
আহতরা হলো- উজ্জ্বল-মায়া দম্পতির ছেলে মাহিন (৬) ও পাশ্ববর্তী পিয়াংকা গার্মেন্টসের সিকিউরিটি গার্ড আক্তারুজ্জামান (৬০)।
স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় পর রাত ৮টার দিকে বিদ্যুৎ আসে। এর কিছু সময় পর বিকট শব্দ হয়ে সড়কের মাঝে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সড়কের এক স্থানে থাকা নারী ও শিশু এবং অন্যস্থানে একজন বৃদ্ধ গুরুত্ব আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র কাস্টমার কেয়ার অফিসার কল্লোল রায় বলেন, রাতে বিদ্যুৎস্পৃষ্টে আহত নারী ও শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত নারীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বার্ণ ইউনিটে রেফার করা হয়েছে।