শনিবার, 30 আগস্ট 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে বুধবার রাতে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার মোট ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) এবং ডেন্ডাবর নতুনপাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। তন্নী আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।


পুলিশ জানায়, বুধবার রাতে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় কিছু ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছে। পরে রাত ৮টারদিকে ওই এলাকার মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় সানজিদাসহ দুইজনকে আটক করা হয়।


পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন জেলা থেকে আশুলিয়ায় এসে তারা ভাড়া বাসায় অবস্থান করে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।”

 

 

 

সর্বাধিক পঠিত