শনিবার, 30 আগস্ট 2025
MENU
daily-fulki

সিংগাইরে ছাত্র বলাৎকারে চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা মামলায় আসামি মাদ্রাসা শিক্ষক হাফেজ আসাদ উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত আসাদ উল্লাহ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম  ইউনিয়নের ফাড়িরচর  গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

 

 গতকাল (২৬ আগস্ট) গভীর রাতে সিংগাইর থানা পুলিশের একটি বিশেষ দল তাকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর এলাকায় অভিযান চালিয়ে আটক করে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে আসাদ উল্লাহকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জেওএম তৌফিক আজম নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসার বোর্ডিংরুমে বলাৎকারের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনা ছাত্রটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গতকাল রাতে শিক্ষক আসাদ উল্লাহকে গ্রেফতার করে।

 

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, মাদ্রাসার পরিচালক মাওলানা আকরাম হোসেন, এখলাছ মাদবর, মাছি ও মতিনসহ কয়েকজন ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি গোপন না রেখে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

 

সর্বাধিক পঠিত