বৃহস্পতিবার, 14 আগস্ট 2025
MENU
daily-fulki

বগুড়ায় ৭টি আসনে বাসদের প্রার্থী ঘোষণা

ফুলকি ডেস্ক : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী ঘোষণা করেছে।

মঙ্গলবার বগুড়া জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য শ্যামল বর্মন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাসদ নেতা শাজাহান আলী, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাসুদ পারভেজ, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে সুরেশ চন্দ্র দাস মনো, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাইফুজ্জামান টুটুল, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাবু সন্তোষ সিং, বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে শহিদুল ইসলাম।

এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন বেগম খালেদা জিয়ার আসন বলে পরিচিতি। ১৯৯০ সালের পর থেকেই তিনি এই আসন দুটিতে প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছেন। এবার খালেদা জিয়ার আসনে বাসদ একজন নারী প্রার্থী দিয়েছে। বগুড়া-৬ এ দেওয়া হয়েছে অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ এ দেওয়া হয়েছে শহিদুল ইসলাম নামের এক নেতাকে।

সর্বাধিক পঠিত