বৃহস্পতিবার, 14 আগস্ট 2025
MENU
daily-fulki

১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

ফুলকি ডেস্ক : অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। আগস্ট থেকে ডিসেম্বর এই চার মাস এই কর্মসূচি চলবে। আবার দু’মাস বন্ধ রেখে পরবর্তী দু’মাস চাল দেওয়া হবে।

সোমবার বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে খাদ্য নিয়ন্ত্রকগণদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, কৃষক তার ন্যায্যমূল্য পেয়েছে। ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা করে চালের দাম দেওয়া হয়েছে। এটি কৃষকের উৎপাদিত পণ্য সর্বকালের সেরা দাম। রেকর্ড পরিমাণ ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মওজুদ আছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচিতে বছরে প্রায় ১০ হাজার টন চাল প্রয়োজন। ৪ হাজার টন চাল আমদানির জন্য চ্যানেল ওপেন করা আছে।

 

এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ সকল উপজেলার নির্বাহী অফিসারগণ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত