মঙ্গলবার, 22 জুলাই 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে বিপদে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে বন্ধুর সুন্দরী বউ নিয়ে উধাও যুবক!

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বিপদে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে ওই বন্ধুর সুন্দরী বউ নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে হৃদয় হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার বেলা ১১টার দিকে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শোলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হৃদয় উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার রুবেল হোসেনের ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে এলাকা থেকে বিতাড়িত হন হৃদয়। পরে সদর ইউনিয়নের শোলবাগ এলাকার তার বন্ধু মোহাম্মদ ইয়াসির আরাফাতের বাড়িতে আশ্রয় নেন। এতে মাসখানেক থাকেন তিনি। এ সুযোগে হৃদয়ের সঙ্গে আরাফাতের স্ত্রী মিম আক্তারের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এর ধারাবাহিকতায় রোববার বাজারে কেনাকাটা করার কথা বলে বাড়ি থেকে বের হন হৃদয় ও ‍মিম। এরপর থেকেই উধাও হয়ে যান দুজন। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ব্যাপারে ইয়াসির আরাফাত বলেন, বিপদে বন্ধুকে বাড়িতে আশ্রয় দিয়ে ভরণপোষণ দিলাম, এরপরও সে কিভাবে এমন কাজ করতে পারল। আমি ওকে অভিশাপ দিচ্ছি ও যেন ধ্বংস হয়ে যায়। আমার মনে যেমন কষ্ট দিয়েছে ওর মনেও যেন তেমন কষ্ট পায়।


News Writer

SB

সর্বাধিক পঠিত