ত্বক ভাল রাখতে নিয়মিত যত্নের প্রয়োজন। এজন্য কখন কোন কাজটা করবেন তা জানা জরুরি। এ ক্ষেত্রে এক সপ্তাহের জন্য একটি রুটিন তৈরি করতে পারেন। ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং, এক্সফোলিয়েট, প্যাক, স্টিম— কোন দিন কোনটি করবেন তা জেনে রাখুন।
দিনে দু’বার সিটিএম
মুখ পরিষ্কার রাখতে হবে । তবে অতিরিক্ত ক্লিনজিং, টোনিং বা ময়েশ্চারাইজ়িং ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট করে। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে, এই দু’বার করাই যথেষ্ট।
ঘন ঘন স্ক্রাবিং নয়
অয়েলি স্কিনে অতিরিক্ত স্ক্রাবিং করলে তৈলগ্রন্থিগুলি সক্রিয় হয়ে যায়। সেখান থেকে তেল নিঃসরণের পরিমাণ বেড়ে গেলে ত্বকে র্যাশ, ব্রণের সমস্যা বেড়ে যায়।
প্রসাধনীর ব্যবহার কমান
অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। সপ্তাহে একটা দিন শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তবে, বাইরে থেকে ধুলো মেখে এলে শুধু পানি দিয়ে মুখ ধুলে হবে না। যে দিন বাড়ি থেকে বেরোবেন না, সেদিন এটা করার দরকার নেই।