তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ শহিদুল্লাহ মিয়া

ভাষার মাস

- Advertisement -

ফেব্রুয়ারী এলে পরে প্রাণ খুলে মন
অমরএকুশেগ্রন্থ মেলা পাঠক প্রিয় জন
কবি তাঁর মনের আনন্দ উৎসব মুখর
বইয়ের সখ জাগে মোর কতো প্রখর।
ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ
ফেব্রুয়ারী মাসে স্বরণে রাখী মান
মায়ের ভাষা বাংলা আমার প্রথম বুলি
মায়ের ভাষা কথা বলা রাস্তায় চলি।
বাঙালির দামাল ছেলের গায়ে গুলি
বাংলা আমার মাতৃভাষা বর্ণমালা ধ্বনি
জন্ম মাগো তোমার তরে সব কথা শুনি
শহীদ হলো রফিক, বরকত, সালাম,
জব্বার,শফিক, শফিউল, আর বনাম।
দেশের জন্য আনলো যারা ভাষা
আমরা তাদের রাখবো ধরে আশা
ফেব্রুয়ারী মাসে কৃষ্ণচুঁড়া ফুল ফুটে
ভাষার মাস তাই বাঙালিরা মেলায় ছুটে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ