তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

লাবনী খানম

ইচ্ছে

- Advertisement -

ইচ্ছে করে যেতে আমার
আতুকুড়া গাঁয়ে,
চড়তে ডিঙি নায়ে,
বুড়িশ্বরের চরের বুকে
হাঁটবো নগ্ন পায়ে।
বুড়িশ্বর নাম স্রোতস্বিনীর
জল যে রাশি রাশি,
থাকে বারো মাসি,
প্রবল ঢেউয়ে আছড়ে পড়ে
সবি নেয় যে ভাসি।
শ্রাবণ মাসে বুড়িশ্বরের
যৌবন উপচে ওঠে
শাপলা ফুল যে ফোটে,
প্রেমের কবি কাব্য লিখতে
তটিনীতে ছোটে।
আতুকুড়া গাঁ যে আমার
মনের পাতায় আঁকা,
মমতায় যে মাখা
সেথায় আছে বিদ্যালয় মোর
স্মৃতিতে সব ঢাকা।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ