শালিখা, মাগুরা
একুশ আমার আশা;
স্বপ্ন, ভালোবাসা।
একুশ আমার সুখ,
গর্বে ভরা বুক।
একুশ পবিত্র বানী,
সকল ভাষার রাণী।
একুশ মায়ের হাসি,
দেশকে ভালোবাসি।
একুশ মনের বল,
পাই পতাকার ফল।
একুশ মধুর ভাষা
সুর তুলে গায় চাষা।
একুশ জ্ঞানের বই,
জীবন চলার সই।
একুশ আমার জয়,
দূর করে সব ভয়।
একুশ ন্যায়ের কথা,
বাড়ায় প্রীতিলতা।
একুশ বীরের জাতি,
গর্জে ওঠার সাথী।
একুশ সোনার দেশ,
মধুর পরিবেশ।
একুশ আমার সব,
দান করেছেন রব।
একুশ শোকের মাস,
চেতন করি চাষ।
একুশ বুকে ধরে
চলব জীবন ভরে।