মাসির কাছে হাসির খবর
শুনরে খোকা শুন
শিয়ালের সাথে যুদ্ধ করে
বাঘ হয়েছে খুন।
সিংহ বুড়ো হয়েছে ভীরু
কাঁপে এখন ডরে
হরিণ এখন বনের রাজা
রাজ্য শাসন করে।
হাতি এখন বড্ড চিকন
টানছে ধরে চিলে
নিত্য দিন ঐ হায়না মেরে
খাচ্ছে বানর ঘিলে।
একুশের উঁকি
শাকিব হুসাইন
বিশ সালটা দিল পাড়ি
একুশ দিল উঁকি,
গাঁয়ের মেলা যায় যে খোকা
মাকে দিয়ে ফাঁকি।
নতুন দিনে গাঁয়ের মেলা
সাজে নানা রঙে,
নানান কাজে নানান মানুষ
নানা রকম ঢঙে।
বিশ সালের বিষের বাহার
মুক্ত হবে ধরা,
আগের যত গ্লানিগুলো
মুছে যাক জরা।