থাকতে যদি পাশে আমার
সর্ষে ফুলের ক্ষেতে,
দুজন মিলে খুনসুটিতে
দিন কাটাতাম মেতে,
তোমার আমার মধুরমিলন
দেখতো সবাই চেয়ে,
ফুলপাখিরা মনের সুখে
শুনাতো গান গেয়ে।
ফুলের তোরা গুঁজে দিতাম
তোমার কাজল কেশে,
টোল পড়া গাল উঠতো নেচে
মিষ্টি মধুর হেসে।
ফুলের বুকে ভ্রমর হয়ে
গান শুনাতে তুমি,
ভালোবাসার ফুলেরা সব
তোমায় দিত চুমি।