তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

টাঙ্গাইলে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

- Advertisement -

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।রোববার রাত সাড়ে ১০টার দিকে বাঘিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল সদর এলাকা থেকে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও এমদাদুল হক।

আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রহমান জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালান। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন।

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ