তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অন্ধ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে : আইয়ুব আলী হাওলাদার

- Advertisement -

স্টাফ রিপোর্টার : জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অন্ধ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের দুর্নীতি, কোটি কোটি টাকা আত্মসাত ও নানা অনিয়ম, অসদাাচরণের প্রতিবাদে সভা এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডে জাতীয় অন্ধকল্যাণ সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য আইয়ুব আলী হাওলাদার।

সমাবেশে আইয়ুব আলী হাওলাদার বলেন, সরকার কর্তৃক জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অনুকূলে বরাদ্ধকৃত জমির উপর একাধিক ডেভেলপার কোম্পানির সাথে অসচ্ছ চুক্তিনামা সই করে বহুতল ভবন নির্মাণ করেন অন্ধদের অপছন্দ করেন এমন কতিপয় ব্যক্তি।

তিনি বলেন, প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের মনগড়া লোক দিয়ে পরিচালনা কমিটি গঠন করে তারা নিজেদের কল্যাণে কাজ করছে। কোটি কোটি টাকা আত্মসাত করছে। সমিতির সদস্য দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে তারা কোন কাজ করছে না। অন্ধরা রাস্তা ঘাটে ভিক্ষে করে খাচ্ছে। এ সকল বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হলে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম) কামরুল ইসলাম চৌধুরীর নির্দেশে কর্মকর্তা সাব্বির হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আজ বুধবার দুর্নীতির বিষয়ে তদন্তে আসবেন এমন খবরের ভিত্তিতে প্রায় দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (ভিটিসিবি) সামনে অবস্থান নিয়ে সভা ও বিক্ষোভ করে। সভায় অন্যান্য বক্তাগণ সমিতির কার্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে নিয়োজিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও বিচার দাবি করেন।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ