টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার টেলিপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের টেলিপাড়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাদের দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে।
মির্জাপুর থানার ওসি জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।