তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

শিবচরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

- Advertisement -

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নং সেতুতে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি রেল লাইন পার হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাহমুুদল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার সকালে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুটি ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

এর আগেও রেল লাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেল লাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেল লাইন পার হয়েই যায়।

শিশুটিও রেল রাস্তা পার হতে গিয়েছিল। সাথে থাকা অন্য শিশুরা পার হতে পারলেও সে ট্রেনের ধাক্কায় মারা যায়। ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ