তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সাভারে ব্যবসায়ী কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

- Advertisement -

স্টাফ রিপোর্টার : সাভারে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি সাভার মডেল থানার এস আই সাব্বির হোসেন তদন্ত করবেন বলে থানা সূত্রে জানা গেছে। অভিযুক্ত নাম মো: জানে আলম (৫০) তিনি জ্বালেশ্বর এলাকার বাসিন্দা।

অভিযোগ থেকে জানা যায়, বাড্ডা ছায়াবীথি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুর হামিদের কাছ থেকে দীর্ঘদিন যাবত তার ব্যবসা প্রতিষ্টান থেকে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত জানে আলম । এসময় ওই ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত জানে আলম বিভিন্ন সময় ওই ব্যবসায়ীকে জানমালের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেন। পরে গত ৯ ফেব্রুয়ারি বিকালে অভিযুক্ত জানে আলম সহ অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে ব্যবসায়ী আব্দুর হামিদের বাড়িতে গিয়ে পূর্বের তিন লাখ টাকা চাদা দাবি করে অকথ্য ভাষায় বকাঝকা করে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে ভুক্তভোগি আব্দুর হামিদের ছেলে পলাশ বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যপারের সাভার মডেল থানার এস আই সাব্বির জানান, এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি সত্যতা পেলে দোসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ