সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৬ চাকার ড্রাম ট্রাকে পৃষ্ট হয়ে মোটরসাইকেলের পিছনে থাকা মনিরুজ্জামান(২২) নামের এক আরোহীর মর্মান্তিক মৃত্যু ও চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার(১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোবিন্ধল তালপট্রি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান উপজেলার বলধারা ইউনিয়নের পারিল জৈল্লা গ্রামের আজাহার উদ্দিনের ছেলে। আহত মোটরসাইকেল চালক ওই এলাকার মৃত.বাবুলের ছেলে আতিকুর ইসলাম(২৪)।
স্থানীয় সূত্রে জানাযায়,মোটরসাইকেল যোগে আতিকুল ও মনিরুজ্জামান উপজেলার চারিগ্রাম সড়ক হয়ে বাড়ির উদ্যেশে রওনা হয়। পথিমধ্য সিংগাইর ভায়া চারিগ্রাম সড়কের তালপট্রি নামকস্থানে পৌছালে হঠাৎ মোটরসাইকেল ব্রেক করে। এতে পিছনে থাকা আরোহী মনিরুজ্জামান রাস্তায় ছিটকে পরলে পিছন দিক আসা ৬ চাকার ড্রাম ট্রাক ওপরে ওঠে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের দু,জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষনা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। এর মধ্য ড্রাম ট্রাক দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত বিষয় চলমান।