তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ রুহুল আমিন

স্বপ্ন তাদের সাথে

- Advertisement -

অনেক স্বপ্ন রোজ দেখেছি
লক্ষ স্বপ্ন আঁকা,
গাঁয়ের ছেলে স্বপ্নের ডাকে
যাবে এবার ঢাকা।
স্বপ্ন পূরণ নয়তো সহজ
আসবে কতো বাঁধা,
গভীর ভাবে আপন ধ্যানে
থাকতে হবে সদা।
জগৎ মাঝে থাকবে বেঁচে
মহৎ যাদের কর্ম,
খুঁজতে গিয়ে বুঝবে তবে
সেই যাতনা মর্ম!
রঙিন আশার স্বপ্ন দেখে
তাদের তাড়া করে,
স্বপ্নগুলো —পূরণ করতে
এই ধরনী গড়ে।
ঘুম কেড়েছে কালের বদল
স্বপ্ন তাদের সাথে,
থাকবে বেঁচে গড়ার মাঝে
তারাই গড়ে হাতে।
স্বপ্ন দেখবে স্বপ্ন খুঁজবে
এমন ছেলে চাই,
মানব হৃদয় জগৎ মাঝে
তার তুলনা নাই।
স্বপ্ন দেখলে উড়তে পারো
পাখির ডানার মত,
হীরা কাঞ্চন আনবে খুঁড়ে
হোক না অতল যত।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ