- Advertisement -
প্রেম নগরের রেলগাড়িটা
ছুটে চলে অবিরাম
ছোট বড় পাহাড় ডিঙিয়ে
ঝাউবনের ফাঁক দিয়ে
আলো আঁধারের মাঝে
সৃষ্টি করে নতুন ইতিহাস।
লাল সবুজ হলুদ বাত্তি জ্বালিয়ে
হীম ধোঁয়া ওঠা কুয়াশায়
শো শো সাইরিন বাজিয়ে
রাত দুপুরে ছুটে যায়
ইস্টিশনের রঙিন চাদরে।
যাত্রাবিরতিতে ফেলে আসে স্মৃতি
কিছু ভালোলাগার, ভালোবাসার
ইস্টিশনের প্লাটফর্মে তৈরি হয়
ভালোবাসার অনুগল্প।
- Advertisement -