- Advertisement -
জন্ম নিলাম যেদিন হতে
মায়ের গর্ভে আমি,
সেদিন হতে মায়ের ভাষা
সোনার চেয়ে দামি!
মধুমাখা মায়ের ভাষা
মুখের মিষ্টি হাসি,
মায়ের চাঁদের মতো মুখটি
ভীষণ ভালোবাসি!
ভাষার জন্য শহীদ হলেন
সালাম জব্বার রফিক বরকত,
তাদের বুকের তাজা রক্তে
পেলাম মোরা বাংলা ভাষার পথ!
আমার ভাষা বাংলা ভাষা
আমাদের চির-ভালোবাসা,
এই ভাষাতে বাঁচি-মরি
এই ভাষাতে হাজার স্বপ্ন আশা!
- Advertisement -