গাজীপুর প্রতিনিধি : আখেরী মোনাজাত শেষ হওয়ার ১৩ ঘণ্টা অতিবাহিত হলেও বিশ্ব ইজতেমা ময়দানের ময়লা আবর্জনা পরিস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে পচা বাসি খাবারের দুর্গন্ধ আর হাজারো পলিথিন বাতাসে উড়ে জনস্বাস্থ্যের জন্য এক ভীতিকর অবস্থা তৈরী করেছে। একই সঙ্গে এখনো জ্বলছে ইজতেমা ময়দানের সকল বাতি।
ইজতেমা ময়দানের এক পাশে পাওয়া গেলো গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ জন পরিচ্ছন্নতা কর্মী।
এবিষয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, আগামী কাল ১২ টার পর আমরা ইজতেমা ময়দান প্রশাসনের নিকট বুঝিয়ে দিব। গত বছর আখেরী মোনাজাতের পরদিন ময়লা আবর্জনা পরিস্কার শুরু হয়েছিল। এবার কি হল তা গাজীপুর সিটি মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসা করতে বলেন তিনি।
বক্তব্য জানতে গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। গাজীপুর সিটি করপোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজ গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন তাই রাস্তাঘাট পরিস্কার করছি। পরে ময়দানের কাজ শুরু হবে।
৫৭তম বিশ্ব ইজতেমার চলতি মাসের ২থেকে ৪ তারিখ প্রথম পর্ব ও ৯ থেকে ১১ তারিখ দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১১ টা ১৭ মিনিট থেকে ৪৩ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা।