Home গাজীপুর জেলা সফিপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী

সফিপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী

0

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি নেওয়া হয়। বর্ণিল সাজে সাজানো হয়েছে একাডেমির চারপাশও।

পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ শেষে অনুষ্ঠান শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এখানে বিভিন্ন প্রকল্পও উদ্বোধন করবেন। এছাড়া ৪৪তম সমাবেশের কেক কাটা হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আনসার ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত কিছু কারখানা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগেই বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version