ধামরাই প্রতিনিধি : অসুস্থ ভাবিকে দেখে বাড়ি ফেরার পথে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মতিউর রহমান (২৫) নামে এক যুবক। শনিবার রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের গোলড়া এলাকায় অসুস্থ ভাবিকে দেখে মোটরসাইকেল যোগে সাভারের বাসায় ফিরছিলেন মতিউর। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় একটি ভ্যানকে দেখে হঠাৎ ব্রেক কষলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মতিউর। এসময় তার মোটরসাইকেলে থাকা অপর আরোহীও আহত হন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিল। সেটি দেখে ব্রেক কষলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মতিউরের মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।