মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী স্থাপনা ও মালামালসহ তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইশতিয়াক আহমেদ।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চক চালতাপাড়া হাজী মুজিবুর রহমান মার্কেট এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩ টার দিকে ওই মার্কেট থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তা মুহূর্তে আশপাশের ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে অটোরিকশা ও নগদ টাকাসহ পুড়ে যায় ওই চার ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল।
মার্কেটের মালিক মজিবুর রহমান জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডেআমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইশতিয়াক আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।