Home কবিতা সোনার মানুষ

সোনার মানুষ

রাজবীর হাসান ইউসুফ

0

কাদা মাটি অঙ্গে মেখে
অন্ন জোগায় যারা,
শ্রেষ্ট মানব এই ধরনীর
সোনার মানুষ তারা।
বৃষ্টি দিয়ে ভেজায় দেহ
রৌদ্রে চর্ম পুড়ে ,
মাটির সাথে অঙ্গ তাদের
রয় যে সদা জুড়ে ।
এই ধরনীর ভূমির মাঝে
ঘাম ঝরে তার মিশে,
সোনার ফসল দেয় উপহার
অন্ন দেয় যে দিশে।
খাদ্য অভাব পূরণ করে
অন্ন দেয় যে তুলে,
সোনার ফসল ঘরে এনে
কষ্ট সদা ভুলে ।
অন্ন দিয়ে দেশ বাঁচিয়ে
ফোটায় মুখে হাসি,
নিজের ঘরে রয় না খাবার
খাই যে পান্তা বাসি।
মাটির সাথে লেনাদেনা
অকপটে চলে,
নিরালাতে দুঃখ যত
মাটির কাছে বলে।
মাটি-কৃষাণ এক মোহনায়
নিজকে দিল ঢেলে ,
দুঃখ শত আরাল করে
সুখের পাপড়ি ফেলে।
এই ধরাতে সোনার মানুষ
বলো দেখি কারা?
নিজের অভাব লালন করে
অন্ন জোগায় যারা ।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version