তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সাইদুল ইসলাম সাইদ

মিষ্টি একটি মেয়ে

- Advertisement -

ইসরাত হাফিজ ইকরা নামের
মিষ্টি একটি মেয়ে,
চঞ্চলতায় মন কাড়ে সে
থাকে সবাই চেয়ে।
গোলাপ ফুলের হাসি যে তার
মনটা যে তার সাদা।
নবীন প্রবীণ প্রেমে পড়ে
আরও অনেক গাধা।
গানের সুরে প্রকাশ করে
আমার দেশ ও মাটি,
সত্যি বলছি ভীষণ রসিক
মানুষটি খুব খাঁটি।
বাবা মা ও পাড়াপড়শির
কাছে যে খুব প্রিয়।
এমন মানুষ হয় কি আরও?
আমায় বলে দিয়ো।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ