Home কবিতা মানবতা কাঁদে

মানবতা কাঁদে

মোছাম্মৎ সীমা ইসলাম

0

আগের যুগের মানুষ জনে
পাপকে পেত ভয়,
যতই আসুক বাঁধা বিপদ
মিথ্যা তবু নয়।
পাল্টে গেছে বর্তমানে
যুগের ধারা পথ,
মিথ্যাবাদী চালাই আজই
সমাজের এই রথ।
সত্য বললে টুটি ধরে
মিথ্যাবাদীর দল,
হুমকি দিয়ে দেখায় কত
পেশি শক্তির বল।
মানবতা ডুকরে কাঁদে
হচ্ছে তা কি হায়,
শোষণবিহীন সমাজ আজই
খোঁজে পাওয়া দায়।
সত্য বললে বাড়বে বিপদ
ভেবে থাকে চুপ
মিথ্যাবাদী দানব রূপে
সাজায় নব রূপ।
নিজের স্বার্থ হাসিল করতে
কেউবা করে খুন,
নৈতিকতা বিবেকবোধে
ধরেছে আজ ঘুন
এমন যদি চলতে থাকে
সমাজ হবে শেষ,
মিথ্যাবাদী বুক ফুলিয়ে
থাকবে তারা বেশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version