তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

রুস্তম আলী

কায়া

- Advertisement -

শীত এলে খুঁজে রোদ
গ্রীষ্মে খুঁজে ছায়া
যখন যেটা দরকার
সেটা চাহে কায়া।
মেঘেদের জল গায়ে
পড়লে ঝরে ঝরে
তৎক্ষণাৎ দৌড়ে সে
ঢুকে যায় ঘরে।
গ্রীষ্মের ঘামে ভিজে
চাই যখন হাওয়া
ফ্যানের তলায় ঘরে
অমনি ছুটে যাওয়া।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ