- Advertisement -
খোকা খুকু কইরে তোরা
আয় না ছুটে পাশে
ছড়ার পাতায় চোখ বুলাতে
বইয়ের গন্ধ আসে।
নতুন বইয়ের সুবাস নিবি
নতুন ছড়ার মাঝে
রঙিন ছবির মাঝে আঁকা
হরেকরকম সাজে।
বইয়ের গন্ধ নিবি আর কে?
আয় না ছুটে আয়
ছোট্ট সোনামনিরা সব
কোথায় গেলি হায়।
নতুন স্বাদের ছড়ার পাতায়
আছে অনেক মজা
পড়লে তোরা দেখবি রাজা
আরো আছে প্রজা।
বইয়ের পাতায় গল্পকথায়
আছে দেশের খোঁজ
জ্ঞানের কথা, গুণীর কথা
পাবি রে রোজ রোজ।
- Advertisement -