- Advertisement -
চলো রে ভাই পাঠক কুল
বই মেলাতে ঐ কবি কুল,
নাট্যকার ওই গল্প লেখক
দেখি পড়ি আয়রে পাঠক?
হাসির কথা জ্ঞানের কথা
বুদ্ধির খোরাক পাব তথা,
বই মেলাতে দেখতে পাই
ভালো মন্দ যাচাই বাছাই?
কোনটা ধরি কোনটা পড়ি
খুশির ছোঁয়ায় হৃদয় ভরি ,
দু’চোখ যেন যায় জুড়িয়ে
হায়রে সময় যায় ফুরিয়ে?
- Advertisement -