তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

কাইউম-আজাদ

রূপের রহস্য কি

- Advertisement -

বছর ঘুরে ফেব্রুয়ারি মাস আসে
নতুন লেখক, নতুন পাঠক,
নতুন প্রকাশনি নতুন মলাটে
নতুন প্রচ্ছবদে আসে বই মেলাতে।
ছন্দে ছন্দে লেখে কবি কবিতা,
প্রবন্ধ ছড়া উপন্যাস আর গল্প।
বিরহ ব্যথা দুঃখ কষ্টগুলোকে,
আনন্দ চিত্তে জড় করে রাখে,
বইয়ের প্রথম পাতায় সূচিপত্রে।
তোমাকে যেনো খোঁজে পেতে,
দেরি না হয় বইয়ের পৃষ্ঠা উল্টাতে।
এখনো কবি তোমাকে সাজায়
সৃজনশীলতায় বহুমাত্রিক নতুন শব্দে।
তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে
করবো কি? নিজেকে অনেকবার করেছি।
কিন্তু সঠিক উত্তর আমার মন আমাকে
কোনদিন দেয়নি, তবে জানতে ইচ্ছে করে?
তুমি কেনো কবির কবিতায় বইয়ের পৃষ্ঠায়
হয়ে আছো চির কুমারি চির যৌবনা!
তোমার এই অপরূপ রূপের রহস্য কি?

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ