তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

লুৎফুর রহমান চৌধুরী

দুষ্টু বিড়াল

- Advertisement -

বিড়াল ছানা ধরতে মানা
সব মানুষে বলে
মানুষ বিড়াল ভেজা বিড়াল
চলে তলে তলে।
এই বিড়ালটি অতি চালাক
লিপ্ত বাজে কাজে
লোকালয়ে কথা বলে
নিত্য নতুন সাজে।
গরম ভাতে গোস্বা করে
মাছের কাঁটা খেতে
মজার খাবার হজম হয়না
বাশিতে রয় মেতে।
কাছে এসে সোহাগ দেখায়
লাজটি তার নাড়ে
সুযোগ বুঝে পায়দা লুটে
খামছা মারে গাড়ে।
ভেজা বিড়াল দুষ্ট বিড়াল
পায়ের কাছে ঘুরে
মানুষ নামী এই বিড়ালকে
রাখো সবাই দূরে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ