টাকা ছাড়া আজ দুনিয়ার
সব কিছু ফাঁকা,
টাকা ছাড়া জীবন পথটা
রয়ে যায় বাঁকা।
থাকলে টাকা কাঁড়ি কাঁড়ি
সবি মিলে ভুরি ভুরি,
আর না আছে তো টাকা
সবি কিছু লুকোচুরি।
থাকলে টাকা জীবন চাকা
হয়ে যায় সফল,
টাকা ছাড়া আমরা যারা
জীবনটাই বিফল।
টাকা থাকলে হয় চাকরি
দেওয়া যায় ঘুষ,
টাকার মোহে পড়ে আজ
হারিয়ে সবাই হুঁষ।
টাকা যার সম্মান তাঁর
সৎজনের নেই দাম,
মানুষের নৈতিক চরিত্র আজ
মরচে ধরা জ্যাম।
টাকা আর ক্ষমতা জোর
হয়ে মানুষ অন্ধ,
বিবেক ঘরে তালা দিয়ে
আলোর পথ বন্ধ।