তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ রুহুল আমিন

কসম

- Advertisement -

বিশ্বাস দিতে মুসলিম তুমি
কসম কেন করো?
আল্লাহ ছাড়া অন্যের নামে
বিশ্বাস কেন ধরো।
কসম করা নয়তো ভালো
বিধান নিবে জেনে,
কসম তবে করতে হবে
শিরক কুফর মেনে।
কসম শুধু করতে পারেন
সৃজন কর্তা যিনি,
একের অধিক কসম দিয়ে
শিক্ষা দিচ্ছেন তিনি।
কালের কসম দিয়ে বলেন
ক্ষতিগ্রস্ত তারা,
রাত ও দিনের মধ্যে বুঝতে
অক্ষম আছে যারা।
বিশ্বাস রেখে তাগিদ করে
সৎকর্মে যে থাকে,
মহান আল্লাহ সবার থেকে
ভালোবাসেন তাকে।
সুন্দর গঠন– রূপ আকৃতি
দিয়ে মানুষ গড়া,
আকাশ জমিন সৃস্টি কতো
নিয়ামতে ভরা।
কেনো তবেই অবিশ্বাস যে
সৃষ্টিকর্তার প্রতি,
বিচার দিবস খুব নিকটে
থমকে যাবে গতি!
আল্লাহ শ্রেষ্ঠ বিচারক ও
তিনি উত্তম শ্রেষ্ঠ,
অন্যের নামে কসম করে
হচ্ছো কেনো ভ্রষ্ট?

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ