মাসুম সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউপি মেম্বার কাজী রিপনকে (৩৫) মাদকসহ গ্রেপ্তার করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ইউপি মেম্বার কাজী রিপন সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের কাজী ফজলুর ছেলে।
এছাড়াও গ্রেপ্তার হয়েছে একই উপজেলার ও গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে কাজী জুয়েল রানা (৩০)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রিপনসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার রূপারচর এলাকা থেকে তাদের আটক করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কাজী রিপন মেম্বার ও জুয়েল নবাবগঞ্জ থানার রূপারচর এলাকা হতে চোলাই মদ নিয়ে আসছিলো। তখন নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের মাদকসহ আটক হন।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানা পুলিশ মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছেন বলে জানা গেছে।
সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো শাহাদাৎ হোসেন বলেন, কাজী রিপন তার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার। মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি আজ শুক্রবার সকালে শুনেছেন তিনি ।