তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

হজের চূড়ান্ত নিবন্ধনের সময় বাড়ল

- Advertisement -

স্টাফ রিপোর্টার : চতুর্থবারের মতো পবিত্র হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে আরও পাঁচদিন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে তৃতীয় দফায় ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছিল ধর্ম মন্ত্রণালয়। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ