Home তথ্যপ্রযুক্তি ড্রপবক্স, লিংকডইন, টুইটারের ২ হাজার ৬০০ কোটি ডেটা ফাঁস

ড্রপবক্স, লিংকডইন, টুইটারের ২ হাজার ৬০০ কোটি ডেটা ফাঁস

0

ড্রপবক্স, লিংকডইন, টুইটারের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬০০ কোটির বেশি ডেটা ফাঁস হয়েছে বলে জানিয়েছ নিরাপত্তা গবেষকেরা। এত ব্যাপক আকারের ডেটার সন্ধানকে এখন পর্যন্ত ডেটা ফাঁসের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। ফোর্বসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিকিউরিটি ডিসকভারি ও সাইবারনিউজের গবেষকেরা বলেছেন, নতুন পাওয়া ফাঁস এই ডেটাবেজের আকার ১২ টেরাবাইট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version